করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্য পরীক্ষার উপকরণ (কিট) সঙ্কটে পড়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বরাত দিয়ে শুক্রবার (৬ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এই সপ্তাহে অন্তত ১০ লাখ করোনা পরীক্ষার কিট দরকার; এই মুহূর্তে এত কিট দেশে নেই। চলতি সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত সংখ্যক কিট প্রস্তুত হবে বলে গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানায় ওষুধ প্রশাসন।
এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়কারী পেন্স বলেছেন, যে পরিমাণ কিট রয়েছে তাতে প্রয়োজন মিটবে না।
তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার উপকরণের চাহিদা বাড়ছে। আমাদের পর্যাপ্ত কিট নেই। এই সংখ্যক কিট দিয়ে প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা করা যাবে না।
Leave a Reply