স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে না আসার কোনো কারণ নেই। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এটি । দেশটি থেকে আরও অনেক অতিথি আসবেন। সবার নিরাপত্তা বিষয়টি আন্তরিকভাবে নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্য মেলা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন— শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম, তথ্য কমিশনার সুরাইয়া বেগম, নাহিদা রহমান সুমনা, অধ্যাপক মমতাজ, আমন্ত্রিত অতিথি ও এসএমই উদ্যোক্তারা।
করোনা ভাইরাস নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশ ঘটাতে দূতাবাস ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন আবদুল মোমেন। তিনি বলেন, সব দেশে এ খাতের অনেক বেশি অবদান রয়েছে। উন্নত দেশগুলোয় শিক্ষা প্রতিষ্ঠানে এসএমই সেন্টার থাকে। সেখান থেকে উদ্যোক্তারা পরামর্শ ও ঋণ সহায়তা পান। বাংলাদেশ সরকার এসএমই নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দেশের বেশিরভাগ উদ্যোক্তাই এসএমই উদ্যোক্তা। উন্নত দেশগুলো প্রযুক্তি ও বাজার বিকাশে এগিয়ে এলে এ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত আরও গতিতে এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৯ দিনব্যাপী এ মেলার পর্দা নামবে ১২ মার্চ। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply