আমার মা
রাজলক্ষ্মী মৌসুমী.
অবশেষে মায়ের একটা ছবি পেলাম।
মাগো আমার কী দূর্ভাগ্য দেখো তোমার সাথে আমার কোন ছবি নেই।
“”আমার মা।
আমার সোনা মা””
মাগো তোমাকে সবসময়ই মনে করি।
যখন কোন কষ্ট পাই তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করে।
আবার যখন আনন্দ পাই তখনও মনে হয় চিৎকার করে বলি “মা “আমি ভালো আছি।
মা তুমি স্বর্গবাসী হয়েছো আমি জানি। কারণ তোমার মত ভালো মানুষের আত্মার শান্তি হবেই।
তুমি ভালো থেকো মা।
যেখানেই থাকো মা তোমার পাশে আমার জন্য একটু জায়গা রেখো।
“”আমার জগদ্ধাত্রী মা “”
Leave a Reply