শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে (১৯শে জুলাই) : যুক্তরাষ্ট্রে প্রকৌশল বিদ্যা, স্থাপত্যবিদ্যা ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশীদের সংগঠন – আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস (এএবিইএ) এর সদস্যদের মধ্যে অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান বিনিময় এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন আগামী অক্টোবরের ৭-৯ ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার ৭ তারকা হোটেল গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এ অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রে সংগঠনের প্রতিটি শাখার সদস্য এবং প্রকৌশলী নন এমন আগ্রহীদের চলতি জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে উৎসাহিত করা হচ্ছে। চলতি জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলে হোটেল কক্ষের ভাড়া সাধারণ মূল্য প্রতিরাতের জন্য ৩৫০.০০ এর পরিবর্তে ছাড়মূল্য ২৫০.০০ ডলারে পাওয়া যাবে। এ ছাড়া চলতি জুলাই মাসের মধ্যে সম্মেলনের পুরো তিন দিনের জন্য রেজিস্ট্রেশন করলে ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুল ডিনারসহ ছাড়মূল্য ১৫০.০০ ডলারে করার সুযোগ পাবেন!
রেজিস্ট্রেশনের জন্য ফয়সাল কাদের:(৩০১) ৫২৬ ৭৮৮৮; মিজান রহমান:(২১৬) ৩৫৬ ৫৫২১; শাহ আহমেদ:(২০২) ২৯৭ ৮৪৪২; কাজী জামান:(৭০৩) ৯৮৯ ০৬৩৩; মনি হাসান:(৩০১) ৩৪৬ ৮৮৩৭; আলী খান:(৫০২) ৭১৪ ১২২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ! আরো তথ্যের জন্য সংগঠনের ওয়েবসাইট https://aabea.org এ ভিজিট করা যেতে পারে।
Leave a Reply