কুলখানি
দেওয়ান আরশাদ আলী (বিজয়) ওয়াশিংটন ডিসিঃ ভারজিনিয়ার (উডব্রিজ) নিবাসী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির (ডিএম ভি) কর্নধার জনাব আখতার হোসেনের মাতা ফাতিমা বেগমের কুলখানি আগামী ২২ই মে ২০২২ইং রবিবার সন্ধা ৬ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে । উক্ত কুলখানি ও দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আত্মিয়স্বজন, বন্ধুবান্দব ও কমিউনিটির সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন আকতার হোসেনের পরিবারের সদস্যরা।
স্থানঃ 14300 Veterans Drive
Woodbridge VA 22191
তারিখঃ ২২ মে, রবিবার ২০২২ইং
সন্ধা-৬ঃ০০ ঘটিকা
উল্লেখ্য আকতার হোসেনের মাতা ফাতিমা বেগম (৭২) গত ১৭ই মে ২০২২ তারিখে আরলিংটনস্থ ভার্জিনিয়া হাসপাতাল সেন্টারে ইন্তেকাল করেন।পরদিন ১৮ ই মে মরহুমার নামাজে জানাজা বাদ জোহর ভার্জিনিয়ার ম্যানাসাসের আল নুর জামে মসজিদ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে ভারজিনিয়ার ফ্রেডরিকবার্গসে AMAA Cemetery (All Muslim Association of America) দাফন করা হয়।তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
যোগাযোগ- আখতার হোসেন- (703-389-6789)
সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply