হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র সংবাদদাতা:গত ৩ মার্চ বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য অভিনেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা এটিএম সামসুজ্জামানের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কন্ঠ শিল্পী রফিকুল আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী শাহনুর, অভিনেতা সাকিল আহমেদ, কন্ঠ শিল্পী এস ডি রুবেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, সাংবাদিক সমিরন রায়, সুজন হালদার, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, বঙ্গবন্ধু একাডেমীর মহা সচিব হুমায়ুন কবির মিজি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply