প্রেস বিজ্ঞপ্তিঃ গত ১৫ জুলাই বৃহত্তর ওয়াশিংটনের ঐতিহ্যবাহি সংগঠন আমরা বাঙালি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক দেওয়ান আরশাদ আলী বিজয় ও নির্বাহি পরিচালক জীবক বড়ুয়ার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবারের ডিসি বইমেলার ২০২২ এর সাথে সংগঠনটির কোন সম্পৃক্ততা নেই বলে তার জানান । তারা বলেন ২০১৮ সালে ওয়াশিংটনে প্রথম ডিসি বইমেলা তারা প্রতিষ্ঠিত করেন এবং তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে দ্বিতীয়বার ডিসি বইমেলা আয়োজন করেন । কিন্তু এবছর তাদেরকে না জানিয়ে এবং অনুমতি ব্যাতিরকে কে বা কাহারা ডিসি বইমেলা ২০২২ করার ঘোষনা দেন। যা সম্পুর্ণ অনভিপ্রেত ও দুঃখজনক বলে তারা উল্লেখ করেন।
প্রেস বিজ্ঞপ্তি
গত কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আগামি ২৯ ও ৩০ অক্টোবর ২০২২ ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে হলিডে ইন হোটেলে কে বা কাহারা ডিসি বইমেলার আয়োজন করেছে যা আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক ও সাংগঠনিক দায়বদ্ধতা থেকে আমাদের মনে হয়েছে এব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার করা উচিত। আপনারা জানেন যে বিগত ২০১৮ সালে আমরা বাঙালি ফাউন্ডেশনের উদ্দোগে প্রথমবারের মতো ডিসি বইমেলা ওয়াশিংটনের অদুরে নোভা এনানডেল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে পেন্টাগন সিটির শেরাটন হোটেলে ডিসি বইমেলা দ্বিতিয়বারের মতো অনুষ্ঠিত হয়। তারপর ২০২০-২১ এই দুই বছর মহামারি করোনার কারনে ডিসি বইমেলা আর করা সম্ভব হয়ে উঠেনি।এবছর আমরা বাঙালি ফাউন্ডেশনকে একেবারে না জানিয়ে কে বা কাহারা এই আয়োজন করেছে যা খুবই দুঃখজনক। আমরা কখনই ডিসি বইমেলার বিরুদ্ধে নই । ডিসি বইমেলা ওয়াশিংটনের সবার।ওয়াশিংটনের যেকোন সংগঠন এই মেলার আয়োজক হতে পারে। আমরা সর্বদাই ডিসি বইমেলার সাফল্য কামনা করি । আমরা শুধু আমাদের অবস্থান পরিস্কার করছি যে এবারের ডিসি বইমেলা আমরা বাঙালি ফাউন্ডেশন আয়োজন করছে না আর এর সাথে আমাদের কোন সম্পর্ক নেই । কাজেই এবারের আয়োজকদের সাথে আপনারা যার যার নিজ দায়িত্বে আর্থিক বা যেকোন লেনদেন করবেন। এব্যাপারে আমরা বাঙালি ফাউন্ডেশন কোন দায়বদ্ধতা গ্রহন করবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন শুভকামনা রইলো।

দেওয়ান আরশাদ আলী (বিজয়)
সাধারন সম্পাদক
আমরা বাঙালি ফাউন্ডেশন
জীবক বড়ুয়া
নির্বাহি পরিচালক
আমরা বাঙালি ফাউন্ডেশন
Leave a Reply