মোঃ আল মামুন খান : সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তেঁতুলঝোড়ার ৫নং ওয়ার্ডে হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে জয়নাবাড়ী-বেপারীপাড়া তিন রাস্তার মোড় পর্যন্ত চলমান রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।
উল্লেখ্য, সাভার উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে জয়নাবাড়ী-বেপারীপাড়া তিন রাস্তার মোড় পর্যন্ত ১ কোটি ২৫ লক্ষ টাকার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। এই রাস্তার কাজ শেষ হলে এই এলাকার মানুষের আরেকটি দীর্ঘদিনের দাবীপূরণ সহ চলাচল ব্যবস্থা আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন কালে এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply