বাঁচাও সংসার
রুখো বিশ্বাস আর স্বাধীনতার নামে
অনাচার !!
………………………….
সভ্য হবো !!
চাই স্বাধীনতা। যুগের সাথে তাল মেলানোর নামে করবো অসভ্যতা। করবো অবাধ মেলামেশা গড়েছি হৃদয়ের গ্রুপ! করবো গ্রুপ চ্যাটের নামে পরকীয়া। ভাঙবো ঘর। স্বামী/স্ত্রী সন্তানদের চোখে ঠুলি পড়িয়ে করবো সেক্স মাদকের ব্যাবসা
উৎসব
..
ঘুষখোর সুদখোর লুটেরা অসভ্য অর্ধ শিক্ষিত ভোগবাদী বিবেকহীন অবিভাবকরা দর্শক ইন্ধন দাতা দাত্রী।
স্বামী/স্ত্রীর নামে স্ত্রী/স্বামীর নামে মিথ্যা অভিযোগ সাজিয়ে বানোয়াট গল্প ফেঁদে
থাকবোনা ওর সাথে
আর পাচ্ছি না।
আমাকে সেপারেট কর।
ডিভোর্স করাও।
এ যেনো উৎসব
শুরু হয়েছে দেশে!
..
স্মার্ট ফোনের নোংরা অনৈতিক অমানবিক ব্যাবহার এ যেনো
বানরের এয়ারক্রাফট্
চালানো !!
..
করোনাকালে আসকের তথ্য মতে
জানা যায় সারা বাংলায় গড়ে প্রতিদিন ৮ আট হাজার বিবাহ বিচ্ছেদ ঘটতো এ ধারাবাহিকতা
এখন ও বিদ্যমান।
..
সময় এসেছে
প্রতিরোধের
নারী পুরুষ শিশু কিশোর কিশোরী সহ সর্বস্তরের ফোনাসক্তি বন্ধের।
ঘরে ঘরে গড়তে হবে প্রতিরোধ।
চোখে চোখে রাখুন
মাঝে মধ্যে দেখতে চান।
সৎ সাহস সৎ কর্মে
স্বাধীনতা খর্ব তো হওয়ার কথা নয়।
গুল্লি মারেন স্বাধীনতার।
স্বাধীনতা তাদের জন্যে যারা
স্বাধীনতার মর্ম বোঝে।
সঠিক মূল্যায়ন ও ব্যাবহার বোঝে।
..
ফোন কোম্পানী নেট ব্যাবসায়ী
সহ সুবিধা ভোগীরা চায় আরোও বাড়ুক আসক্তি। এরা এসব ডিভাইজ
গুলোর লাইফ টাইম কমিয়ে
আরোও বেশী সেল বাড়ানো
মুনাফার পাহাড় গড়া তাদের লক্ষ্য।
ন্যাকা কষ্ট দেখার সময় নেই তাদের।
..
প্রতিরোধ ছাড়া পরিত্রাণের
সহজ পথ নেই
লুটপাট আর শুয়োরের বাচ্চা অর্থনীতির সুবিধাভোগী শুয়োরের বাচ্চা ভরা সমাজে
এই তো হবার কথা!
..
বাজারে বিষ পাওয়া যায় যত্রতত্র
বিষের নিদৃষ্ট কাজ আছে?
খাবেন/খাওয়াবেন কিনা সিদ্ধান্ত
আপনার।
………………………
আতিকুল হক খান
২৭.০৫.২০২২
Leave a Reply