রাকিব হোসেন,স্টাফ রিপোর্টারঃ মাদকের ছোবলে দিনদিন ধ্বংস হচ্ছে যুবসমাজ,কিছু কু-চক্র মহল বিভিন্ন কৌশলে যুবকদের প্রথমে মাদক সেবন করায়, তার পরই শুরু হয় ঐ যুবকদের ধ্বংসের পথ, এর পরই তাদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে এবং হুমকির মুখে ফেলে তাদেরকে দিয়ে মরন নেশা ইয়াবা সহ অন্যান্য মাদক বিক্রি করে, এভাবেই যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়।
আর এই সব যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে দিনরাত কঠিন পরিশ্রম করে যাচ্ছে বাংলার পুলিশ হতে শুরু করে বিভিন্ন প্রাসাশনিক দল। তার পেক্ষিতে ভোলা জেলার একদল, ডিবি পুলিশের অভিযানে ২৮০ পিচ ইয়াবাসহ আটক করে এক ২৬ বছরের এক যুবককে।
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে অদ্য ৩০ নভেম্বর ২০২১ ইং তারিখ ১৪.৪০ ঘটিকায় সময় এস আই (নিঃ) /মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন কুতুবা ইউনিয়নের ০২নং ওয়ার্ডেস্থ ছোট মানিকা সাকিনের জনৈক মোঃ শাহ আলম ডাক্তার এর বসত বাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ খোকন বেপারী (২৬) এর নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ২৮০ (দুইশত আশি) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply