মোঃ রাকিব হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ-আগামী ২৬ শে ডিসেম্বর ‘চতুর্থ ধাপে,ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ০৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ০২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সান্ধায় উপজেলার ০৪ নং কাচিয়া ইউনিয়ন এর ০৮ নং ওয়ার্ডে বৈদ্দেরপুল নামক স্থানে, প্রার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় মতবিনিময় করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান,লালমোহন সার্কেল।
এসময় তিনি সংশ্লিষ্ট ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক কী ধরনের সমস্যা রয়েছে তা অবহিত হন এবং এ সংক্রান্তে পুলিশের করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অপরাধমূলক সমস্যা সমাধানের লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করে বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গ্রহণযোগ্য রাখার জন্য উপস্থিত জনসাধারণের সচেতনতা এবং সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও অনড় অবস্থানের ব্যাপারে তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান,লালমোহন সার্কেল ও
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ফকির,ও পুলিশের সদস্যরা ও পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ, আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য পদের প্রার্থীগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply