১৪ মে শনিবার দুপুর আড়াইটার দিকে ১৮ বছরের এক শেতাঙ্গ তরুণ বাফেলো নগরীর জেফারসন এভিনিউ এবং ল্যান্ডন স্ট্রিটের কাছে টপস্ নামের একটি গ্রোসারিতে ১০ জনকে গুলি করে হত্যা করে। আরো তিনজন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এ এলাকাটি কৃষ্ণাঙ্গ অধ্যুষিত। অনেক বাংলাদেশী প্রবাসীও এ এলাকায় থাকেন।
শনিবার বিকেলের এক নিউজ কন্ফারেন্সে পুলিশ বলেছে, বন্দুকধারী এই ব্যক্তি অনেকটা মিলিশিয়া ড্রেস পরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় এই সুপার মার্কেটের পার্কিং লটে প্রবেশ করে। ক্ষিপ্র গতিতে গাড়ি থেকে বের হয়। পার্কিং লটে থাকা চার জনের ওপর গুলি চালায়। তিনজন ঘটনাস্থলে নিহত হয়। এরপর সে টপস্ সুপার ষ্টোরে প্রবেশ করে। সেখানে সিকিউরিট গার্ডের সাথে গুলি বিনিময় হয়। সিকিউরিটি গার্ডকে গুলি করে হত্যা করে বন্দুকধারী। শপিং করতে থাকা লোকজনের ওপর গুলি চালাতে থাকে। পুলিশ আসলে নিজের গলায় বন্ধু ধরে আত্মহত্যার ভঙ্গী করে। পুলিশ তাকে জিবীত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এরি কাউন্টি শেরীফ জন গার্সিয়া বলেছেন, এটি বর্ণবাদী হামলা। একটি হেইট ক্রাইম। সমস্ত বাফেলো এলাকায় সতর্ক অবস্থা বিরাজ করছে।
সুত্রঃ প্রথম আলো।
Leave a Reply