এমডি আল মাসুম খান : ১ হাজার গ্রাহকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মে তুলে দিয়েছে মার্সিডিজ বেঞ্জের যুক্তরাষ্ট্র শাখা। সম্প্রতি এ বিষয়টি স্বীকার করে জার্মান ভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি বলছে, ভুলবশত এ তথ্য পাবলিক ফোরামে তুলে দেয়া হয়েছে।
মার্সিডিস বেঞ্চ কোম্পানীটি গণমাধ্যমে জানিয়েছে, এতে তাদের কোন গুরুত্বপূর্ণ ফাইল বেহাত হয়নি কিংবা ক্ষতিকর কাজে ওই তথ্য-উপাত্তগুলো ব্যবহূত হয়নি।
ক্লাউড স্টোরেজে তুলে দেয়া হাজারখানেক গ্রাহকের তথ্যের মধ্যে রয়েছে, ক্রেডিট স্কোর, ড্রাইভিং লাইসেন্স, সোস্যাল সিকিউরিটি নাম্বার ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্যাবলী। ফাস হওয়া উপাত্তগুলো ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুনের মধ্যে বিভিন্ন ডিলার ও কোম্পানী ওয়েবসাইটে নিবন্ধন করা হয়েছিল।
যেসব গ্রাহকদের তথ্য ক্লাউড স্টোরেজে দেয়া হয়েছে তাদেরকে আশ্বস্থ করতে বিশেষ সুবিধা ঘোষণা করেছে মার্সিডিজ বেঞ্জ। যেসব গ্রাহকদের ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য, ড্রাইভিং লাইসেন্স ও সোস্যাল সিকিউরিটি নাম্বার ফাস হয়েছে তাদেরকে দুই বছর নিখরচায় ক্রেডিট মনিটরিং সার্ভিস দেয়া হবে।
Leave a Reply