এমডি আল মাসুম খান : ৭ জানুয়ারি, ২০২২ শুক্রবার।পদত্যাগকৃত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে এবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।
ডাঃ মুরাদের স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধানমন্ডি থানায় তিনি এ জিডি করেন। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডাঃ মুরাদের স্ত্রী ডা. জাহানারা এহসান।
রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ কমিশনার আরও বলেন, গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে পরিচয় না দিয়ে একটি নাম্বার থেকে ফোন করে সহায়তা চান ওই নারী। ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে কল পেয়ে ১৫ নম্বর সড়কের ওই বাসায় পুলিশ পাঠানো হয়।
ধানমন্ডি থানা পুলিশের একটি টিম তার বাসায় যায়।সহকারী পুলিশ কমিশনার বলেন থানা-পুলিশের টিম ঐ বাসায় তেমন কিছু দেখিনি। পরে ডাঃ মুরাদের স্ত্রী থানায় আসেন। পারিবারিক কলহের বিষয় গুলো তিনি আমাদের জানিয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধানমন্ডি থানার আরেক পুলিশ কর্মকর্তা জানান, মুরাদের স্ত্রী তাকে বলেন, আমি ডা. জাহানারা। ধানমন্ডি থেকে বলছি। আমার স্বামী ডা. মুরাদ, এমপি মুরাদ।এ সময় আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি জানতে চাইলে মুরাদের স্ত্রী বলেন, আমার স্বামী কয়েকদিন ধরেই আমার সঙ্গে খারাপ আচরণ করছেন।কথায় কথায় আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। শারীরিক নির্যাতনের শিকার আমি। আমাকে বাঁচান। ও বলেছে আমাকে মেরে ফেলবে। আমাকে ও আমার সন্তানদের গালাগাল করছে। আমার ওপর এখন হাত তুলতে চাচ্ছে। আমাকে আপনারা বাঁচান। আমাকে উদ্ধার করুন। প্লিজ পুলিশ পাঠান, এখনি পুলিশ পাঠান।ধানমন্ডি থানায় করা জিডিতে ডা. জাহানারা এহসান বলেন, বিবাদী ডা. মুরাদ হাসানের সঙ্গে বিগত ১৯ বছর যাবত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহিত জীবনে আমাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। বিবাদী আমার স্বামী। তিনি বর্তমানে সরকারের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে তিনি কারণে-অকারণে আমাকে এবং আমার সন্তানদের গালাগালসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। সর্বশেষ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে পূর্বের ন্যায় আমাকে ও সন্তানদের গালাগাল করে মারধর করতে গেলে আমি ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চাই। ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা থেকে বের হয়ে যায়। আমি এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যে কোনো সময় ক্ষতিসাধন করিতে পারে।
Leave a Reply